রুবাই-১১
হৃদপিন্ডের অস্ত্রোপচার‌,আমি এক ডাক্তার
তিক্ত ফুলের রসের পথ্য,কোথায় ব্যাথা তার?
চুরি কাঁচি বিহীন শল্য,নির্গত হৃদয়ের বিষ।
ফুলের পথ্যে তাঁর নেপথ্যে অসুখ ছারখার।


রুবাই-১২
হাত তাদের ঢাকা থাকে কালো কাপড়ে,
চায়ে চিনি গুলোয় তেলে ভাজা পাপড়ে।
চোখে কালো চশমায় ভাষা বোঝা দায়
যাযাবর জীবন যেন দলে বাঁধা সাপুড়ে।


রুবাই-১৩
পথ ভুলো মুসাফির ডুবলো বালুচরে
জীবনের ঘোরে ভোগে মোহের জ্বরে।
দুনিয়ার বিত্ত,ছোট জীবন অন্ধে মত্ত
বেলা শেষের প্রহরে,যেতে হবে বহরে।


রুবাই-১৪
ফেলে আসা সন্ধ্যায় রক্তিম আঁধারে,
ঝিরিপথে জল পড়ে পাহাড়ের কিনারে।
সন্ধ্যার আলোছায়ায় পথভোলা কায়া।
সুমধুর ধ্বনি উঠে দূরের ঐ মিনারে।


রুবাই-১৫
নিভু নিভু তারাদের রাতের শেষে মিছিলে
চাঁদ খানা লুকোয় কালো মেঘের পাঁচিলে,
ভুবন ভোলানো হাওয়ায় উদাস হলো মন।
কুজনে মাতবে সকাল শশীধর নিভিলে।