এইতো সেদিন এসেছি এই স্বপ্নদ্বারে
কতো বেলা কেটেছে,দুরন্ত সব সময়
কতো স্মৃতি রয়ে গেছে এই কৈশোরে
রঙিন স্বপ্নে আঁকা আমার বিদ্যালয়।
হাসি খুশি দিনগুলি স্মৃতির বালুচরে
মাঠে কেটেছে কতো দুপুর আনন্দময়।
পাঠের দুষ্টুমির সাক্ষী ঐ বেঞ্চ চেয়ারে,
শিক্ষকদের বাণীতে জীবন চূড়া জয়।


আজ সব পুরোনো,কেটে গেছে বেলা,
আমার কৈশোর সাদা কালোয় রঙিন।
বিদায় নিতে হবে,রেখে গেলাম মেলা।
দীক্ষা নিয়ে চলবো,সামনে পথ সঙ্গিন
ছুটির ঘন্টা বাজলো আজ তাড়াতাড়ি
শেষ হলো এক অধ্যায়,জীবনের গাড়ি।


[সনেট:কখকখ:কখকখ গঘগঘঙঙ]