চাকচিক্যময় সরাইখানা,ধরার কতো রূপ,
তিন হাত ভূমির গভীরে ফুরোয় যতো সুখ।
ধন সম্পদের পাহাড় গড়ে,খুড়ে বিত্ত কূপ
চাকচিক্যময় সরাইখানা,ধরার কতো রূপ
করে কতো বড়াই লড়াই,কেউবা থাকে চুপ
জীবন ঘড়ি বন্ধ হবে,নিশ্চল হবে ওই মুখ।
চাকচিক্যময় সরাইখানা,ধরার কতো রূপ,
তিন হাত ভূমির গভীরে ফুরোয় যতো সুখ।


[ট্রায়োলেট]