ফুলবাবুটি চুপচাপ ভীষণ
যেন অবুঝ বৎস,
জানেন না বুঝি উল্টে খেতে
তেলে ভাজা মৎস্য।


চোখ দুটো তার ভাষায় ভরা
লুকিয়ে আছে রহস্য
হাসলে বুঝি ঠিকরে বেরোয়
এ হাসি নয় মনুষ্য।


অদ্ভুত তার চলাফেরা
দুরূহ সব বচন
পৃথিবীতে অচেনা পথিক
দ্রুত তার চলন।