ঝরা পাতার ঘ্রাণ
কখনো নিশীথের ডাক,
কতো প্রহর আছে?
ডানা মেলবে বিহঙ্গের ঝাঁক।


নিস্তব্ধতা ভাঙ্গা ঝিঁঝিঁর ডাক,
কিংবা শেয়ালের আর্তনাদ
ঘুম ভাঙ্গা পেঁচার ঝাঁক
খেজুর রসে বাদুড়ের আবাদ।


গোরে কঙ্কালদের সভা,
বাঁশঝাড়ের শনশন।
হাট ফেরত পথিক,
পথ বাকি কতোক্ষণ?