হিংসা-দ্বেষে অশান্তি আনে
বিনয়ে মিলে সুখ
সততা ভরা পথ পাথেয়
উজ্জ্বল করে মুখ।


হিংসা-দ্বেষে কলহ বিবাদ
কতো মন্দ রূপ
মিলেমিশে শান্তি মিলে
যদি থাকো চুপ‌।


হিংসা-দ্বেষে যুদ্ধ ছড়ায়
রক্ত ঝরে শেষে
সুখে দুখে কাঁধ মিলিয়ে
শান্তি মিলবে দেশে।