যুদ্ধ বাঁধে ঘর ভাঙে
ধ্বংস পথে পথে
ছোট্ট শিশু ছোট্ট দেহ
কাঁদে থরে থরে।


এতিম শিশুর কান্নায়
ঝরে শতো ফুল
অস্ত্র তন্ত্রে লক্ষ্য যেন
মানব বংশ মূল।


দেশে দেশে ভাঙে শুধু
মানব সভ্যতা
শাসকদের শাপাঘাতে
রূদ্ধ মানবতা।


যুদ্ধ শেষে রুগ্ন দেশে
নিত্য হাহাকার
রাজায় রাজায় লড়াই
ধরণী ছারখার।