শীতের কুয়াশামাখা ভোর আসে
কষকের ক্ষেত ভরা সবজি হাসে
কনকনে শীতে পাখির গীতের সুর
ধোঁয়ামাখা পিঠায় গুড়ের ভারি পুর।
সবজিতে ভরে যায় ফসলের মাঠ
ফুলকপি বাঁধাকপি সিমে ভরা হাট।
শিশিরে ভেজা উত্তুরে হাওয়ার ভোর,
খেজুর রসে পাটালি গুড়ের ঘোর।
ছুটির আমেজে খুঁজি ধরণীর রূপ,
স্রোতারূপ নদী পৌষের শীতে চুপ।