একুশ তুমি কে ?
তুমি কি ওই রক্তে রাঙানো রাজপথ নাকি লাখো মায়ের ছেলে হারা কান্নার দীর্ঘশ্বাস ?
একুশ তুমি কে ?
কি তোমার পরিচয় ?
কি ভাবে এলে তুমি বিশ্বমাঝে ?
শুনেছি তুমি নাকি এসেছিলে মায়ের মুখের ভাষা কে রাষ্ট্র ভাষা করার দাবি নিয়ে ।
একুশ তুমি কে ?
কে তুমি ?
তুমি কি সেই ফেব্রুয়ারির রক্তাক্ত প্রান্তর, মায়ের ভাষার জন্য আত্ম ত্যাগ ।
একুশ তুমি কি সেই ভাষা যে বাঙালি কে বিশ্বমাঝে করেছে মহান !
একুশ তুমি কি সেই ভাই হারানো বোনের কান্না ?
হে একুশ তুমি তো মোদের নও ক্ষনকালের, তুমি তো মোদের চিরকালের ।
তুমি তো মোদের সেই অমূল্য রতন,
যাকে জয় করছি মায়ের বুকের অমূল্য রতন দিয়ে ।
একুশ তুমি কে ?
তুমি কি আমাদের সেই অহংকার,
সেই আশা সেই ভাষা ।
যার স্বরনে এখনো ছুটে চলা ফুলের ডালি সাজিয়ে শহীদ মিনারে ।।
(রচনা কাল:২১/০২/২০১৯)