নিয়তির কাছে মিনতি
করিব না আর
পৌঁছিতে বাকি
শুধুই তো নদীর ওপার l
পায়েতে পাই না বল
সম্মুখ দৃষ্টি হয়েছে ক্ষীন
শুধু চেয়ে দেখি পেছনের দিকে
ফেলে আসা সেই সব দিন।
এ কী চেহারা হয়েছে তোমার
রূপসী অতীত।
কার তুমি হলে ভোগের শিকার
কে করিল তোমায়
এমন কঙ্কালসার?
বুঝেছি ওরা সেই দু জন
বয়স বর্ধন আর জীবন কর্মকার।
একটু একটু করে ওরা তোমার
রূপ রস গন্ধ সব শেষ করে দিয়েছে।
বড় নিষ্ঠুর ওই নিয়তি রায়
মানুষকে করে রেখেছে নিরুপায়।
এ তো কপালের লেখা
চিরকাল আমাদের হবে হার
ওরা চিরঞ্জীব ,
বয়স বর্ধন আর জীবন কর্মকার।
.


(রচনা কাল: ০৫/০৭/২০১৯)
কবি: তৌশিক কুমার