সময়ের সাথে স্মৃতি যাই হারিয়ে
স্মৃতি থাকে মনের মনি কুঠারে,
সময়, সময়ে কথা হয়
নিরব বাক্যে স্মৃতি ডুবে রয়।

স্মৃতি কখনো সুখ দেয়,
আবার কখনো কাঁদায়।
স্মৃতি কি শুধু অতিতের কথা মনে করে দেয়
স্মৃতি মানে একটি নিরব জগত
স্মৃতি শুধু নিজের নিদ মহল।

স্মৃতি ছাড়া জীবন কি কারো হয়
প্রতিটি জীবনের পিছেই তো স্মৃতি রয়।

স্মৃতিকে অতি যতন করে রাখতে হয়
স্মৃতি শুধু নিজেই নিজের সাথে কথা কয়;
সুখে থাকি দুঃখে থাকি, স্মৃতি থাকে মনের গভীরে।

স্মৃতিকে আপন ভেবেই তো
কেটে যায় সারাটি জীবন ভর।

স্মৃতির কোন ভাষা নাই, শব্দ নেই
তবুও যেন স্মৃতিরা বার বার সকলকে কাঁদাতে ব্যস্ত।
স্মৃতিগুলো আপন জনের কথা কয়।

স্মৃতি ছাড়া বলো জীবন কার আছে?
প্রতি জীবনের পিছেই তো স্মৃতি আছে।
স্মৃতির পাতা একটি নিরব জগৎ
স্মৃতিময় প্রিতি শুধু থাকে নিরালার।
স্মৃতিরা একা একা, চুপি চুপি কথা কয়

স্মৃতি যেন মনে করে দেয় আপন জনের কথা
স্মৃতি যেন মেঘে ঢাকা একটি বার্তা।
স্মৃতি মনের গভিরে জমা থাকা এক পশলা বৃষ্টি
স্মৃতি কখনো সাদা কাশফুল
কখনো বা একগুচ্ছ লাল গোলাপ।

স্মৃতি যেন নিয়ম ভাঙ্গা এক ডেউ
স্মৃতি শুধু ভালোবাসার পথ দেখায়,
জীবন গড়তে শেখায়,
আনন্দ ভাগ করতে শেখায়
নতুন স্বপ্ন দেখাতে শেখায়,
বাঁচতে শেখায়
এই ভাবেই কেটে যায় স্মৃতি পাতায় পাতায়।

প্রকাশের স্থান : সানি কম্পিউটার, চকবাজার, চট্টগ্রাম।