লেখা: ২১/০৩/২০১৭ ইং।
মানবতা কি আর থাকে মানুষের ভাই
সেদিন হত্যা করেছিল জাতির জনক বঙ্গবন্ধুকে
বঙ্গবন্ধুর বুকের পাঠা ছিল অনেক বড়
২৫শে মার্চের রাত্রে পাকিস্তানি যখন এয়ারে তুলেছিল
বঙ্গবন্ধু গর্জিয়ে ওঠে বলেছিল
আমার বুকে চাকু দিয়ে আঘাত করে দেখ তোরা
আমার বুকের পাঠা যে কত বড়।
বঙ্গবন্ধু তো নিজের জীবনের ভয় করেনি সেদিন
বলেছিল জাতির উদ্দেশ্যে
আমার চিন্তা তোমরা নাহি কর
তোমাদের মায়ের ভাষা রক্ষার্থে
তোমাদের করণীয় তোমরা পালন কর সকল
আমার চিন্তা তোমরা নাহি কর
৭১’র মার্চে উঠলে জ্বলে তুমি
তোমার কন্ঠ ছিল দুর্বার
মৃত্যুর ভয় ছিল না ত কিঞ্চিত
দিয়েছিলে সেদিন তার প্রমাণ
তোমার চলাতে ছিল বাঙালির ঐতিহ্য
মাটি আর মানুষের টান ছিল তোমার বেশি
সেই পাকিস্তানি হায়েনাদের কোন শক্তি
পারেনি তো গায়েল করতে বাংলাকে ।