মুহাম্মদ জিয়াউর রহমান
লেখা শুরু- ২২/১১/২০১৫ ইং।
আমি নিরব-আতংকিত-হতবিম্ব
----------------------------
আজ আমি নিরব, হতবিম্ব, আতংকিত
আজ আমি নিরব হে স্বৈরচারী,
তাই বলে ভেবনা আমি একে-বারেই নি:স্ব।
আজ আমি নিরব!
তবে কী তোমাদের অন্যায় বিচারে
ফাসিতে ঝুলানোর কথা ভুলে যাব;
আমি ভুলিনি, ভুলব না-তো কখনোই
ভুলবে না যে নির্যাতিত বাংলার লাখো জনগণ।
আমি আজ নিরব!
তাই বলে ভেবনা হে স্বৈরচারী নাস্তিক শাসক,
হবে তোমার বিচার একদিন এই বাংলার জমিনে
সেদিন নিষ্টুর হবে শাসক তোমার প্রতি।
তোমার অন্যায়ের ইতি টানবে সেদিন
শোন হে নিষ্ঠুর স্বৈরাচারী শাসক,
তুমি শোনে রাখ একদিন
বিচার হবে তোমার এই বাংলার জমিনে,
তুমি শোনে রাখ..... (চলবে)।