কবি বলে করি দাবী, জানিনা ভবিষ্যত কী?
কেউ বলে কবি, আবার কেউ বলে করি কপি
কষ্ট পায় তবুও তো সহ্য করি।
আমি লিখে যাই কবিতা, মর্মও বুঝি
কেউ বলে লিখে যাও, একদিন উঠবে ফুটে স’বি।
আমার কবিতাগুলো কেউ পড়ে, কেউ হাসে,
জানিনা অনেকে কেন কাঁদে?
অনেকে আবার থাকে চিন্তাতেই মগ্ন।
কেউ বলে এটা কর, ওটা কর
কেউ দেয় কু-বুদ্ধি/সু-বুদ্ধি,
আমি স'বি বুঝি, তবুও নিজের বুদ্ধিতেই চলি।
বাবা বলে কবিতা লিখে যাও দরকারী
তবে সংসার যেন কভু নাহি ছাড়ি।
বুড়ো-কবি’ গুরু-কবি, শিক্ষিত-কবি, মূর্খ-কবি,
সাহসি-কবি’ হিংসুটে আর ঘৃণ্য কবি,
সবাই দেখে আমায় কোণা চোখি
তবুও তাদের দেখি আমি সম্মানের চোখি।
এটাই আমার নীতি, তাই নিজে করি, নিজের ক্ষতি
অন্যের সেবায় নিজেকে লিপ্ত রাখি।
কেউ বলে সরল কবি, আবার কেউ বলে আন্দাজি কবি
কিছুতেই মানতে আমি না-রাজি, একটা কথাতেই হাসি
বলে কিনা আন্দাজের উপর কবিতা লিখি।
আমি বলি কবিবাজি, হয় যদি আল্লাহ রাজি
কর তোমরা কারসাজি, আমাতেই আমি রাজি। চলবে----