। বহিরাগত।


তোমার মতে তোমার পথে যেমনি আমি নই স্বাগত,
অমনি ভীষণ মোটা দাগে ছাপ মেরে দাও ‘বহিরাগত’।
পৃথক আমার ধরণধারণ যেই না সংখ্যাগুরুর থেকে,
এই ভূমি নয় আমার আপন, অমনি তারা উঠবে হেঁকে।


জন্মভূমি বাছতে পারার ক্ষমতা নেই সদ্যজাত’র,
হয়তো তখন স্বদেশটি তার শেষ না হওয়া যুদ্ধে কাতর।
উপায়বিহীন শোষণ সওয়া বিনক্ষমতা গোষ্ঠি হলে,
‘বাইরের লোক’ তকমা দিয়ে ক্ষমতাসীন যষ্টি তোলে।


ভাবতে গেলে রাম রহমত সিং মাইকেল সবাই সমান,
তেইশ জোড়া জিনঘুঁটিতে প্রথম মানব বংশ সাজান।
সীমান্ত কার, কে যে কখন পেরিয়ে গেছে বাস্তু ফেলে,
ঠাকুর্দা যার আফ্রিকাতে অস্ট্রেলিয়ায় তার দু ছেলে।


ভাবছো যাকে বাস্তু তোমার, সহস্র সাল যাওনা পিছে,
অন্য মানুষ শিকড় নামায় তখন তোমার জমির নিচে।
কিংবা হয়তো মানুষই নেই, গর্বিত সব গাছ দাঁড়িয়ে,
কুড়ুল হাতে মানুষগুলোর কোপে গেছে যা হারিয়ে।


কোন কোণে ঠাঁই নিতাম সেসব ভাবনা আসুক সময়মতো,
গাছরা যদি শ্লোগান দিতো ‘মানুষ তুমি বহিরাগত!’


আর্যতীর্থ