। বর্ণ পরিচয়।


তুমি কোন বর্ণ?
ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য দলিত?
নাগরিক, পরিচয় দাও।
তোমার কাহিনী লেখে পিতৃশোণিত।
নিজেকে মানুষ ভাবো?
তাহলে হাসপাতালে মগজ দেখিও।
এখানে বর্ণ আছে, জাত, উপজাত,
শুধুই মানুষ আজ নেই একটিও।


কোন বর্ণ তুমি?
গেরুয়া, নীল সাদা, সবুজ না লাল?
রামধনু রঙ নিয়ে যাপন ছুপাবে,
ভারতীয় হয়ে নেই এমন কপাল।
তোমাকে বাঁচতে হবে।
বাঁচার নিয়মে বেছো কোনো  রঙ-ঘেটো
কিছু লোক পাবে পাশে সুখের সময়ে,
অন্য সময়ে তুমি রঙ লাগা এঁটো।


কি বর্ণ তুমি মেয়ে?
ফর্সা না কালো?
সাদা হলে কথা হতে পারে,
কালো হলে মরে যাওয়া ভালো।
শ্যামলা মানেই খুঁত,
এই দেশে মা বাপের বোঝা,
অমারাত মিশকালো পুরুষেরও
কনে হতে সাদা হয় খোঁজা।


কোন বর্ণ তুমি ?
বাংলা ওড়িয়া হিন্দি তেলেগু কন্নড়?
অক্ষর , দূরে যাও,
তোমায় চিনবে কে,
চারভাগে একভাগ আজও আনপড়।
সাতটা দশক গেছে,
এখনো স্বাধীন দেশ সাক্ষরই নয়।
বর্ণের পরিচয়ে এত মেতে আছি,
আজও ব্রাত্য দেশে বর্ণপরিচয়।


আর্যতীর্থ