।ভিটে।


হাজার রাজা পেরিয়ে গেলো,
সবাই তবু এড়িয়ে গেলো
সমস্যাটি,
ধাঁধাটা কেউ পায়না বুঝে,
জীবন ঘেঁটে যাচ্ছে খুঁজে
নিজের মাটি।
সিংহাসনের টালবাহানায়
নাগরিকের ভিত নড়ে যায়
এক দুদিনেই,
যেই দেখে মত মিললো না যে
শিকড় তোলার লাগায় কাজে
সেই ত্রুটিকেই।
প্রজন্ম যে স্বপ্ন গড়ে
মুছতে পারে এক আঁচড়ে
রাজার খেয়াল
আজ যে ভিটে আনন্দহাট
কাল সেখানে ভগ্ন কপাট
চড়বে শেয়াল।
ধর্ম জাত বা ভাষার ভুলে
টান মেরে দেয় লঘুর মূলে
সংখ্যাগুরু,
যেই ভেবে নেয় এই খোঁজা শেষ,
ভুল ভেঙে দেয় অমনি স্বদেশ,
ফের সে শুরু।
সেই কবেকার আফ্রিকাতে
মানুষ হওয়ার প্রথম প্রাতে
চরৈবেতি,
তখন থেকেই প্রশ্নটা তার,
কোন মাটিটা শুধুই আমার,
জবাব নেতি।
আজকে যেটা তোমার ভিটে,
সাজবে সে কাল অন্য ইঁটে,
নিয়ম মেনেই,
হায় যাযাবর, নেই ঠিকানা,
সব ঘরই তোর সরাইখানা
ভিটে যে নেই।


আর্যতীর্থ