। ভুল।


প্লাস্টার তো, তাই হয়েছেন আছড়ে ছাতু
বিদ্যাসাগর শুনছি হবেন  পঞ্চধাতু।
কিংবা তিনি উঁচু হবেন পাঁচ ছ’গুনই
কানাঘুষো এসব নানা গপ্পো শুনি।


রাজনীতি চায় ঈশ্বরকে করতে নিলাম
মূর্তি গড়ে বলতে হবে আমি-ই দিলাম।
দেশের ভাগে জুটলো এ কোন ভোট-হাঘরে
বিদ্যাসাগর নিয়েও যারা ঝগড়া করে।


বলছে না কেউ বানানো হোক সবাই মিলে,
পা মেলাবো সবাই চলো তাঁর মিছিলে।
ঝগড়াতে কি উঠছে পারা বলবো কি গো,
আসলে তো মূর্তি মানে যে যার ইগো।


যাদের জন্য হাপিস দেশে শিরদাঁড়ারা,
বিদ্যাসাগর নিয়ে কি বা বলবে তারা।
সত্যে যিনি অবিচ্যুত বিরুদ্ধতায়,
দূরবীনে আজ তেমন নেতা কই দেখা যায়?


একটা বোধহয় ভুল করেছেন ওস্তাদেরা
বিদ্যাসাগর পেরিয়ে গেছেন কাঁচের ঘেরা।
যুবসমাজ পড়ছে তাঁকে গুগল খুলে,
শিরদাঁড়া ফের জাগতে পারে নেতার ভুলে।


তখন কারো লাভ হবেনা মূর্তি তুলে...


আর্যতীর্থ