।বিষাদ।
( এই দেশে ডিপ্রেশনের রোগী পৃথিবীতে সর্বাধিক)


অন্ধকারের বিষাদ মেখে রংহীনতায় সমর্পণে ,
দুনিয়া থেকে বন্ধ দুচোখ , দেখছে আঁধার মনে মনে
চোখের পাতা থাকলে বোজা, কালো দেখায় দশটা দিকই
বন্ধ চোখে অন্ধ হয়ে , হাতড়ে খোঁজে ভাগ্যলিপি।


আঁধারভিতু মানুষ কিছু ,চোখ চাওয়াতেও ভয়
আলো খোঁজার সাহসই নেই, বিপন্ন আশ্রয়।
হোঁচট খেয়ে ক্রমশ যায় আলোর থেকে দূরে
আবছা হয়ে যায় মিলিয়ে আঁধার সমুদ্দুরে।


প্রদীপশিখা খোঁজে কি আর কোথায় কত অন্ধকার,
খটখটাবে কে আর বলো ভেতর থেকে বন্ধ দ্বার?
কেউ ডাকে না বাইরে এসো, এখনো হয় রোজ সকাল
একলা থাকা ছিন্ন মনে বিষাদমাকড় ছড়ায় জাল।


জীবন তখন জমাট আঁধার , আকাশ তখন সূর্যহীন
সহজ সরল দিনযাপনও বিষাদ লেপে খুব মলিন
আঁধার পথিক যুক্তি  দেখে জীবন টানার  ব্যর্থতায়
শেষের পথে পা বাড়িয়ে আলোবিহীন মুক্তি চায়


তোমরা , যারা আলোর মাঝে করছো সুখে দিনযাপন
হয়তো এমন আঁধার রোগে ভুগছে তোমার কেউ আপন
মশাল না হোক , মোমবাতিতেই তাদের আলোর পথ দেখাও
আলোর দিকে মুখ ফিরিয়ে আঁধারশেষের ভরসা দাও ।


আর্যতীর্থ