। দাবানল।

রোজ দাবানল। আগুন জ্বলে। গাছের থেকে গাছে।
জ্বলছে পাতা। ডালে আগুন। চারা ঝলসায় আঁচে।
রঙ বদলায়। ঢং বদলায়। আগুন জ্বলতে থাকে।
স্বধর্মকে। স্বজাতিকে। পুড়তে আগুন ডাকে।

আগুন ডাকে ঘরপোড়াকে। আয় বাছারা আয়।
ধ্বংস হলো। নষ্ট হলো। সবকিছু যায় যায়।
বিধর্মী ওই হামলে এলো। খেলো ভিটেমাটি।
আয় পুড়ি আয়। মশাল হয়ে আগুনপথে হাঁটি।

সবুজ চারা । কম বয়েসী। ষোলো। আঠারো। কুড়ি।
হালকা গুঁড়ি। আলগা শেকড়। রক্তে বাহাদুরি।
আগুন দেখে ভয় লাগেনা। আগুন সখা ভাবে।
আগুন ঘেরে।  লকলকে জিভ। এইবারে পোড়াবে।

পাতা পোড়ে। ডাল পুড়ে যায়। দাউ জ্বলছে মন।
মশাল তো নয়। কাঠকুটো স্রেফ। জ্বলবার ইন্ধন।
ঝলসানো গা। কালো বাকল। পুড়তে পুড়তে ছাই।
আগুন কি সব বলেছিলো।  মিথ্যে পুরোটাই।

গাছ পুড়ে যায়। গাছ মরে যায়। মাটির চোখে জল।
দুনিয়া ঝেঁপে বৃষ্টি আসুক। মরুক দাবানল।

আর্যতীর্থ