। ধ্বংসনীতি।


( গরীব শিশুদের কঠিন রোগে বাঁচানোর সম্ভবত একটাই আধুনিক Paediatruc ICU আছে ,ICH.অকারণ ঝামেলা করে চারটে শিশুকে মৃত্যুমুখে ঠেলে দেওয়া হলো। ‘এখনো কেউ গ্রেপ্তার হয়নি’.... হবেও না কোনোদিন।)


ঘুমিয়ে থাকুন মন্ত্রী নেতা, ঘুমিয়ে থাকুন চৌকিদার,
বাংলা জুড়ে ভাঙছে কারা, দায়টা নেবেন কেউ কি তার।
ইচ্ছে হলেই ভাঙছে গিয়ে শোকের ছলে হাসপাতাল,
এ শোক কেমন , সামলাতে যা প্রশাসনই টালমাটাল!


আজ ভাঙচুর আই সি এইচে, কাল ভেঙেছে পিয়ারলেস
গ্রেপ্তার তো হয় না কেউই, দুষ্কৃতী তাই ফিয়ারলেস।
শুনছি নাকি ডাক্তার নার্স মানবিকের পাঠশালায়,
বুক পেতে দাও হাসিমুখে ওরা যখন বাণ চালায়।


এ তান্ডবে সংক্রমণও ছড়িয়ে গেলো PICU তে,
মরবে আবার, ফের ভাঙচুর, প্ল্যানটা ভারী নিঁখুত হে।
একশো কুড়ি ভর্তি শিশুর দুশো’র ওপর বাড়ির লোক,
বিড়ম্বনায় কেউ আসেনা, ঝুটঝামেলা হচ্ছে হোক।


তুকতাক আর জলপড়াতে শিশুর জীবন যায় নিভে,
সেসব নিয়ে বলতে গেলেই ধরবে বোবা ভোটজিভে।
হাজার শিশু প্রাণ ফেরালো যমের থেকে যেই PICU
সে গর্বকে রক্ষা করার দায় কারো নেই এইটুকু।


ভাঙচুরে নয় গ্রেপ্তার কেউ, এটাই এখন রাজনীতি,
মানবিকের ভাবনা ঢেকে, ঢুকছে মনে কাজভীতি।


আর্যতীর্থ