। ফাঁকা আয়না।


যুগের হাওয়া বইছে দ্রুত  থামতে গেলেই মারছে গুঁতো
সবকিছুতেই ভাগ নিতে আর চায়না কে?
ফেসবুকময় জোয়ার ভাঁটায় ধুম লেগেছে ঘড়ির কাঁটায়
কেমন আছো বলেছো কি আয়নাকে?


সবাই এখন লিখছে জবর গেরস্থালির বেবাক খবর
টাটকা বাসি গন্ধ হরেক যায় নাকে,
লাইক দিয়ে লাইক পেয়ে দিন চলে যায় স্ক্রিনেই চেয়ে
কেমন আছো বলছো কি কেউ আয়নাকে?


হো হো হেসে আড্ডা দেওয়া আর ফলেনা সেসব মেওয়া,
হোয়াটসঅ্যাপের গ্রুপেই দেখা যায় তাকে,
ইমোজিদের ভাড়া করে আবেগ গুলো নড়ে চড়ে,
কেমন আছো কেউ বলেনা আয়নাকে।


আসছে কটা কমেন্ট গুনে, নেটমাকড়ের তন্তু বুনে
দিন কাটালে তাতেই যুগের সায় থাকে,
বোধহয় কারা চাইছে খুবই, নেটের নেশায় সবাই ডুবি,
কেমন আছো না বলে কেউ আয়নাকে।


নেট বাঁধা আজ ফোনের সাথে ঢালাও ডাটা বিলোয় সাথে
খেলনা দেওয়া যেন শিশুর বায়নাতে
নেটের কথাই  ধরছি ধ্রুব, স্রোত যেদিকে সঙ্গে যাবো
কেমন আছো কেউ বলিনা আয়নাকে।


গল্পগুজব হোক না নেটে, কিন্তু নিজের সময় ছেঁটে
বিলিয়ে দিলে সময়খেকো হায়নাকে,
একটা সময় আসবে এমন, হারিয়ে যাবে নিজস্ব মন,
কেমন আছো বলবো না কেউ আয়নাকে।


আর্যতীর্থ