। ফিরিয়ে দিলেও ।


কেউ ভালোবাসলে, ফিরে যদি তাকে ভালো নাও বাসো, দায়িত্ব এসে যায়।
মিঠে হও, কড়া হও , তাই বলে রূঢ় অশিষ্ট হয়ে সম্মান তার যেন নষ্ট কোরো না,
এত কোটি ভিড়ে কেউ তোমাকে বাছলো যদি,  তোমায় দেখতে হবে যেন সেও না ভেসে যায়,
প্রেম বড় দুর্লভ সহজাত ছয়খানা রিপুদের বনে, কজন জীবনে পায় সেটা হাতে গোনা।


তাই বলে যত লোকে ভালোবাসি বলে, সকলেই সত্যি বলে না , জেনে বা না জেনে,
বহু লোকে জ্যোৎস্নার ফাঁদে পড়ে  চাঁদ পেতে চায়, অমাবস্যার কথা বেমালুম ভোলে,
চাঁদের আঁধার দিক , খন্দ ও খানাময় কলঙ্ক ভালোভাবে কজন আর চেনে,
সেটাও দেখতে হবে, গ্রহণ দেখতে পেলে কাদের প্রেমের ম্যাপ গোলায় ভূগোলে।


শরীরকে ছেঁটে দিলে আবেগেরা বেশি যায় নালা দিয়ে বয়ে, রূপে আর রঙে কাম প্রেম বলে চলে,
ভালোবাসা নিবেদন হরমোনে যতটা চোবানো, নিকষিত হেমময় মনে তত নয়,
বহু প্রেম হাতকড়া হতে চায়,  শরীরের স্বাধীনতা পুরোপুরি নিতে চায় নিজের দখলে,
আংশিকে পাঁচসিকে ভেবে নিয়ে মনটাকে ফাউ ভাবে অনেক সময়।


সেই সব পার করে তবু কিছু ভালোবাসা ডানা মেলে উড়ে আসে ভ্রান্ত আকাশে,
যেখানে বসন্ত ঋতু বন্ধকে  দেওয়া আছে আর কারো কাছে, ঋণখেলাপেরও নেই সম্ভাবনা,
তেমন ভাগ্য হলে ফিরিয়ে তো দিতে হবে, সব গল্পেই কি কুশীলব হাসে,
তবু কিছু দায়িত্ব থেকে যায় । অপমান নয় তাকে, সম্মান দিয়ে বলো
ওভাবে ভাবো না।


তারপরে একেবারে সরে যেও ।  কখনো  কোরো না তার নামে আলোচনা।


আর্যতীর্থ