। গল্পের টুকিটাকি।

ফোঁটা ফোঁটা জমতে থাকা সুখ অসুখের মুহূর্তরা
দিনযাপনের আলপনা দেয় জীবন খুঁজে নানান পাতায়
নানান সাজের রাঙমোড়কে সাজতে থাকে সে গল্পরা
কোথাও গরম ভাতের গন্ধ, কোথাও স্বপ্ন ছেঁড়া কাঁথায়।

ভাগ্য খেলে ইকিড়মিকিড় রোজই তোমার আমার সাথে
কোন আঙুলটা মুড়বে কখন সময় সেসব হিসেব লেখে
হাত খুলে কেউ রাখতে গেলে সয় না সেটা কারোর ধাতে
সবাই দেখে তারই মতন আঙুল মুড়ে খেলছে কে কে।

আসল ব্যাপার এটাই জেনো সবাই তাকায় আড়নজরে
দেখতে ছোটে পড়শী কোথায় বিষাদ লুকায় সুখমুখোশে
মাঝরাতে কে বালিশ ভেজায় ডুকরে কেঁদে একলা ঘরে
ব্যর্থতাকে চাপা দিতে কোথায় কে কি বালাই পোষে।

নিজের গল্পে রঙ চড়িয়ে কারো স্বভাব ফেনিয়ে বলার,
নিজের লেখা চিত্রনাট্যে তিনি ছাড়া সবাই ভিলেন
অধুনা তো বাজারে দাম সবার থেকে উঁচু গলার
মোসাহেবে হাততালি দেয় আহা দাদা কেমন দিলেন!

অন্য অনেক ছাপোষাদের নিজের গল্পে মেলে না খেই
ভাগ্য যেমন চালায় চলে সময়মাঝির হালমোচড়ে,
যেদিন রেশন যেমন জোটে যাপনজ্বালা মেটায় তাতেই
বিষাদ বা সুখ দুটোই রাখা শতচ্ছিন্ন এক কোঁচড়ে।

রোজই নতুন মুহূর্তরা ভাঙছে জুড়ছে জীবন সবার
সব জীবনে সুযোগ থাকে নতুন কোনো গল্প হবার।

আর্যতীর্থ