। যাও মা।


যাও মা, তুমি স্মৃতির দেশে যাও।
অনেক দিনের বাকি আছে ঘুমও
ছলাৎ ছলাৎ শেষ পারানির নাও,
এঁকে দিলাম কপালে শেষ চুমো।


তুমি  সবার রাখতে খেয়াল, মা গো
আজকে দেখো সবাই জড়ো পাশে,
এখন যদি শয়ন থেকে  জাগো,
দেখবে সময় আজও ভালোবাসে।


আত্মা অথবা জন্মান্তরবাদে,
তুমি জানো , অবিশ্বাসী আমি,
দুঃখ সুখে শোকে বা আহ্লাদে
খুঁজতে মানুষ, স্মৃতির ভিড়ে নামি।


আগলে ছিলে সারাজীবন জুড়ে,
ছেলেবেলা, যৌবনে , প্রৌঢ়তে,
আগামী যে চ্যালেঞ্জ দেবে ছুঁড়ে
এড়িয়ে এবার পারবো কি দৌড়তে?


পারবো, কারণ আমি তোমার ছেলে
শিক্ষা তোমার রক্তে গেছে মিশে
শরীর গেলো একলা আমায় ফেলে,
থাকলে মনে, একলা হলাম কিসে?


দুহাত ভরে দিয়েই গেছো শুধু
নেওয়ার স্মৃতি মিলবে না একটাও
তুমিবিহীন আগামী দিন ধু ধু
জানি আমায় চলতে হবে তাও।


যাও মা, তুমি স্মৃতির দেশে যাও..


আর্যতীর্থ