। কালকূট।


গলা দিয়ে নেমে গেলে এই বিষ প্রাণঘাতী,
অথচ উগরিয়ে দিলে , তছনছ হবে সংসার।
কন্ঠের গাঢ় নীল, লোকে ভাবে ফ্যাশন নেহাতই,
বোঝেনা কতটা কালি পেছনে লুকিয়ে থাকে রঙটার।


গ্রাস করে নিতে পারে আশরীর ভারী অনায়াসে
এমন কাদাতে পা দিয়েছে যে সে-ই শুধু জানে,
অনন্ত অবগাহনের পরে তবুও সে ভয় ভেসে আসে
যদি কেউ এসে পড়ে আগামীতে তার সন্ধানে।


কাজেই কন্ঠে রেখে একা একা জ্বলে হওয়া খাক
মননে প্রবেশ হলে ধিক্কারে আত্মাও পোড়ে
শুধুই পৃথিবী নয়, স্মৃতির কাছেও তাই থাকা নির্বাক
আয়নাকে বলে যাওয়া কখনো ঘটেনি কিছু, প্রতিদিন ভোরে।


জীবনের কিছু দিন গোটাটাই ভুল দিয়ে লেখা
বাকি আয়ু প্রার্থনা, আলগা না হয়ে পড়ে সময়ের মুঠো,
স্মৃতিতেও এতটা আঁধার, ভয় লাগে মুখোমুখি একা,
কিছুই হয়নি ভানে জীবনে পালিশ চলে চকচকে ঝুটো।


কন্ঠের নীল দেখে ফ্যাশন ভাবতে পারে লোক কালকূটও..


আর্যতীর্থ