।খিদে ও প্রগতি।


খিদে যেই দেশে পাপ,
সেই দেশে নীতিকথা কপচিও না,
সকলের ভরপেট না হলে,
সোনালী সুদিন বলে ঢপ দিওনা।
খুঁজে দেখো , বুঝে দেখো
কেন রোজ ভিড় বেড়ে যায় গারদের,
খিদে মিটে যাক আগে সব শিশু ,
সব বুড়ো আর বড়দের,
আগে সব ক্ষেতে চাষ,
চাষে ধান,
ধানে ভাত,
ভাতে পেট ভরে খাক সব লোক,
আগে সব ঘর থেকে তিনবেলা
রান্নার ভুরভুর সুবাস বেরোক,
অপরাধী তালিকাতে খালি পেটে থাকা
না হোক আগে কারো অজুহাত,
আসমুদ্রহিমাচলে সব শিশু আগে শুধু
খেলনা বা বই পেতে বাড়াক দুহাত,
আগে দীনতম লোকটিও
ঢেঁকুরে অভিজ্ঞ হোক তৃপ্তিতে মেশা,


তারপরে কথা হবে উন্নয়নের ঘোড়া কত জোরে হাঁকে তার হ্রেষা...


আর্যতীর্থ