। করদাতা।

মাথার কাছে মুখিয়ে আছেন সালতামামির সেপাইরা
জরিপ করে রোজগারেতে ট্যাক্সো লাগান জবরদস্ত
ফক্কা পকেট টানছি ঘানি রোজের জীবন বেকায়দা
মাসের শেষে হিসেব দেখি হাতে যে নেই কপর্দক!

ট্যাক্সো দেবার এই অসুখে আমার ঘরে হাঁড়ির হাল
নুনের জোগান করতে গিয়ে পান্তাটি হয় বাড়ন্ত
সিন্ডিকেটে রাখছে নজর সারাই কবে বাড়ির চাল
পাড়ার ক্লাবে বলছে এসে পয়সাকড়ি ছাড়ুন তো!

যতই বোঝাই ওহে বাপু, সব নিয়েছেন গবরমেন্ট
ওরা বলে মেরেকেটে ট্যাক্স তো দিলেন ওয়ানথার্ড
আপনার ওই কুবেরধনে সেটা এমন কিই বা ডেন্ট
হায়রে আমার শূন্য ভাঁড়ার, আছে পড়ে আধার কার্ড!

আমি বলি শুধু কি তাই, জিনিস কিনতে যাও দেখি
স্বচ্ছ ভারত,  ভ্যাট ইত্যাদি এত্ত বড় সে লিস্টি,
করের ওপর কর চেপেছে, কষ্টটা কেউ বুঝছে কি,
শুনছি নাকি কমবে না ভার লাগু হলে জি এস টি।

পাড়ার ক্লাবও হেসেই বলেন লজ্জা কেন দেন দাদা,
পাড়ায় থাকার জন্য কিছু দিতে হবে মূল্য যে,
হুমকানো সেই হাসি দেখে মানে মানে দিই চাঁদা,
শেষ সম্বল ল্যাঙটটারও গিঁটের বাঁধন খুললো যে।

ঠিক করেছি, এই বছরে ফেলবো খুলে পার্টি এক,
আইনবলে একশো শতক ছাড় পাবো হে আয়করে
একটা ঢিলে দুটো কেন দশটা পাখি মারছি দ্যাখ
আর কতকাল দিন কাটাবো নেতার জন্য আয় করে?

আর্যতীর্থ