। মাঝরাতে।


অর্থনীতি মারছে লাথি, দিচ্ছে গুঁতো পাঁজরাতে,
বাজার গিয়ে মুখটি বেজার, ফক্কা পকেট বাধ সাধে।
এমন কেন হালত হলো, রোগের দাওয়াই কোন পথে
ওসব নিয়ে রাজার সভায় মোম পোড়েনা মাঝরাতে।


মেয়ে বাড়ি নেই, সত্যি যদি নেই হয়ে যায় আজ রাতে?
রোজ দেখে দেশ নানান কোণায় তার নারীদের কাতরাতে।
হিঁচড়ে টানা দুঃশাসনের হাতগুলোকে মোচড়াতে,
উপায় খোঁজার হয় না সময় রাজার সভায় মাঝরাতে।


বাড়ছে বেকার, লাখো লোকের নেই ইদানিং কাজ হাতে
রাজার বচন, সব ভিখারী বদলে যাবেই বাদশাতে।
প্রতিশ্রতি পরিস্থিতি  যায় না কেন একসাথে,
বিশ্লেষণে হয় না বিচার রাজার সভায় মাঝরাতে।


আমরা এবং পড়শি যারা, চলার পথে খাদ সাথে,
দিন কেটে যায় অতীত ঘেঁটে আগামী পথ হাতড়াতে।
এ খাঁই থেকে তুলবে যে কেউ শক্তিশালী কাঁধ হাতে,
রাজার সভায় হয় না কথা সে সব নিয়ে মাঝরাতে।


কোন ভগবান বাড়ন্ততে কার ঈশ্বর খতরা’তে
কোন ভক্তের গলায় মালা, বিদায় যে কে লাথ সাথে
এ সব নিয়েই তর্কে মেতে দ্বেষ ও প্রেমের ভাবনাতে,
একটা দেশের রঙ বদলায় রাজার সভায় মাঝরাতে।


আর্যতীর্থ