। মানে বদল।


ধর্ম অর্থ কাম ও মোক্ষ,
দেশ জুড়ে আজও ওটাই লক্ষ্য
যুগের প্রভেদে মানেটাই শুধু খানিক গিয়েছে পাল্টে
চলেছে প্রগতি চারখানা পথে
একথা এখন বিদিত জগতে,
আধুনিক যুগে আমরা ওদের বদলে নিয়েছি ‘কাল্ট’এ।


ধর্মের মানে মনে কাঁটাতার
উপাসনা ভ্রমে আচার বিচার,
মানুষের সাথে মানুষের ভেদ করে দেওয়া সুস্পষ্ট,
কারা যেন বলে ফিসফিস স্বরে,
বন্ধু হয় না ভিনঈশ্বরে
অলীক পুণ্য রোজ করে কিছু মানবজমিন নষ্ট।


অর্থ মহান সবখোল চাবি
সভ্যতা মানে তার সব দাবী
নোট-তাড়া দিয়ে কমবেশি সব শিরদাঁড়া কেনা যায়
অর্থনীতির খোলা ময়দানে,
টাকা সব মনে কল্পনা ধ্যানে
খালিপকেটের না হলে কাঙালী বন্ধুকে চেনা দায়।


কামের আগুন জ্বলে চারদিকে
কে জানে পোড়াবে কোন শিশুটিকে
তিন থেকে আশি , যেকোনো বয়েসী শিকার সহজলভ্য,
দেশ ভাঙে রোজ ধর্ষ-সুনামি,
গাভীরা হয়েছে বেটি থেকে দামী,
পোড়া সমকাল নারীকে বানালো নিছক কামজ-দ্রব্য।


ক্ষমতাই চেনে আসল সুখটি,
আইনের থেকে ঘটবে মুক্তি,
যা ইচ্ছে করো , রাজনীতি জানে গোটা দেশ তার ভক্ষ্য
হাতে মাথা কাটো যেমনটি চাও
বলবেনা কেউ কথা একটাও,
গণতন্ত্রতে ভগবান হলে সেটাই আসল মোক্ষ।


ধর্ম অর্থ কাম আর মোক্ষে
প্রগতি দেখছে আঁধার চক্ষে।


আর্যতীর্থ