। মন্থন ।


হেঁইয়ো , হেঁইয়ো .. শুনতে পাচ্ছো?
তোমার চারপাশে, মধ্যবিত্ত আর নিম্নবিত্তের তাবত রুটিরোজগারে, কারা যেন টেনেই চলেছে কোনো অদৃশ্য দড়ি।
একবার এদিক, একবার ওদিক, হেঁইয়ো হেঁইয়ো,
টানছে চাষী, শ্রমিক, বাস ড্রাইভার আর ট্যাক্সিচালক,
মাঝারি মাপের কেরানি, ডাক্তার , উকিল.. এমন কি তুমিও .. বিড়বিড় করছো কাজের ফাঁকে হেঁইয়ো হেঁইয়ো।


মন্থন চলছে হে ।
তুমি আমি হরিদাস আব্দুল হরপ্রীত সিং আর মাইকেল ডিসুজা, এমন কি ভিনদেশী যত নাগরিক
যারা নিজেদের দৈনিক রোজগার নিজের ঘামের বিনিময়ে করে,
তারা সকলে সভ্যতা নামক বাসুকি নাগের
মাথার দিকটা ধরে সময় নামক মন্দার পাহাড়
মন্থন করে চলেছি মহাবিশ্বের এই অতল সাগরে।


বিপরীত দিকে আছেন এযুগের দেবতারা,
তাঁদের নাম আম্বানি হতে পারে বা জুকেরবার্গ,
বাজোস কিংবা বলসেনারো,
মোদী রাহুল কিংবা মমতা,
পুটিন বাইডেন বা জনসন,
মোটকথা যাঁদের অর্থ প্রতিপত্তি ও ক্ষমতা
আমাদের রোজনামচা নিংড়ে আসে,
সেই ধরাছোঁয়ার বাইরে থাকা ক্ষণজন্মারা।


সভ্যতা যাতে ডুবে না যায়,
তাই কূর্মাবতারে তাকে ধারণ করেছেন ইতিহাস,
কদাচিতই তিনি খোল থেকে মুখ বের করেন।


হেঁইয়ো হেঁইয়ো, সভ্যতা সাপের মন্থন চলছে,
সাপের মুখ যেহেতু আমাদেরই দিকে ,
সুতরাং যাবতীয় গরল উপচাচ্ছে আমাদের ওপরেই।
হেঁইয়ো হেঁইয়ো, ওই উঠে এলো জাতি দাঙ্গা,
হেঁইয়ো হেঁইয়ো,উঠছে বর্ণবৈষম্য,
আরো জোরে , আরো জোরে,
ওই যে ইয়াজিদি, বসনিয়াক, উইঘুর আর দলিত নারী ধর্ষণ চলছে, হেঁইয়ো হেঁইয়ো,
দেবতারা বুঝিয়েছেন,
এই সময় মন্থন করেই উঠে আসবে অমল প্রগতির  অমৃত ,
হেঁইয়ো হেঁইয়ো, জোরে হাত চালাও ভাই!


ইতিমধ্যে উঠে এসেছে মন্থন থেকে নানা বহুমূল্য দ্রব্য।
উঠেছে ক্যাপিটালিজম,
যা এখন মণি হয়ে শোভা পাচ্ছে দেবতাদের গলায়।
গণতন্ত্র উঠে এসেছেন এই মন্থনে,
আর কি আশ্চর্য,
গিয়ে বসেছেন ওই দেবতাদের  দিকেই,
যদিও মুখে বলছেন তিনি সব্বার।
কমিউনিজম নামক আশ্চর্য সাতমাথা ঘোড়া প্রথমে আমাদের দিকে এলেও,
আপাতত টুক করে সরে গিয়েছে দেবতাদের দিকে।
মাঝেমধ্যেই  উঠে এসেছে কালকূট গণহত্যা,
অতীত জার্মানি থেকে বর্তমানের সিরিয়া আফগানিস্তান অবধি ছড়িয়ে দিয়েছে তার বিষ,
মহাদেবতা মানবাধিকার কোনোক্রমে তাকে ধারণ করেছেন,
ওই দেখো, হলাহলে তার কণ্ঠ কেমন ভয়ানক  নীল।


  দেবতারা বলছেন প্রগতির ভাগ দেবেন তাঁরা।
কিন্তু আমরা দেখছি,
আমাদের জন্য মোহিনী সোশ্যাল মিডিয়া এক মোহজাল রচনা করছেন,
আমাদের ক্ষোভ শোক রাগ প্রেম অনুরাগ আন্দোলন ও ঘৃণা আমরা সেখানে ছড়িয়ে দিচ্ছি,
এদিকে ক্রমেই প্রগতির অধিকার চলে যাচ্ছে দেবতাদের দখলে, জেফ বাজোস থেকে জুকেরবার্গ,
  বাইডেন থেকে মোদী , 
ঝুনঝুনওয়ালা থেকে টেসলা,
সকলে আরো আরো ওপরে চলে যাচ্ছেন ,
এমন এক স্বর্গীয় উচ্চতায় ,
যেখানে আমাদের দৃষ্টি দূরবীনেও পৌঁছায় না।


  খবরদার,
ওতে ভাগ বসিও না কোনো দৈনিক কামানেওয়ালা।
দেবতাদের অস্ত্র তোমায় দুফাঁক করে বাঁচিয়ে রাখবে,
না ঘর কা না ঘাট কা  হয়ে।
অসুর হয়েছো, দেবতাদের  জন্য অমৃত মন্থন করো,
তারপর বিষে বা আয়ুশেষে টুক করে যাও মরে।


  হেঁইয়ো হেঁইয়ো,
চলো মন্থন করি, 
প্রগতির অমৃত পেতে সময়ের মন্দার ঘোরাই সজোরে।


  দেবতারা রয়েছেন অপেক্ষা করে..


আর্যতীর্থ