। নক্ষত্র।

উল্কা ? না ঠিক উল্কা তো নয়, নতুন কোনো তারাই হবে,
ওই বেঁকেছে তার  গতিপথ ইনফিনিটির অসম্ভবে।

আকাশই তার পরিচিতি , আকাশ তারই পরিচিত,
পৃথিবীকে এমন করে অসীমকে কেউ চেনায়নি তো।

ল্যু গেহরিগ থোড়াই কেয়ার, মন যে চির-অবশ্য,
গেরস্থালির মশলাপাতি সুপারনোভার রহস্য।

মহাকাশের মন্ত্র খোঁজেন অসীম বাঁধার সূত্রধর
অগত্যা তাই প্রকৃতি নেন শরীর ভেঙে খুচরো কর।

পেশী স্নায়ু অচল করেও মগজটাকে রুখবে কে?
ছিনিয়ে আনেন গুপ্তকথা ব্ল্যাকহোলদের মুখ থেকে।

শুরুর থেকে কেমন ছিলো, কোথায় যাবে এ বিশ্ব,
মহাস্থবির জাতক দেখান বর্তমানকে সে দৃশ্য।

কতটা ঠিক ঝগড়াবিবাদ ঈশ্বরে আর বিজ্ঞানে,
ফালতু সে সব তর্ক ছেড়ে মন ঢেলে দেন বিগ ব্যাং-এ।

সময় তো এক মাত্রা শুধু, অসীম নভো অনন্তের
হুইলচেয়ার জাগিয়ে দিলো মাত্রাতীত স্বপ্নদের।

উল্কা ? না ঠিক উল্কা তো নয়, নতুন কোনো তারাই হবে,
রওনা দিলো, যুগমানবের গ্যালাক্সিতে পৌঁছে যাবে।

আর্যতীর্থ