। ফোনহীন মন।


সম্পর্কের জ্বালানি সময়, ধারবাকি তাই রাখা ভালো নয়,
ঘড়ির কাঁটার রাজত্ব থেকে কিছুটা তালুক নিয়ে,
এসো না দুজনে মন ভাগ করি মুঠোফোন বাদ দিয়ে।


স্বার্থপরের সেলফি জগতে, দুনিয়া মেতেছে ভারী একা হতে,
জীবন এখন ভার্চুয়ালের মেকি-তে হারিয়ে যায়,
তবু মাঝে মাঝে ভালোবাসা হলে সময়েরও খিদে পায়।


ফোনময় এই ব্যস্ত রুটিনে, বিরহ আসেনা আর পথ চিনে,
অনলাইন হলে টুকটাক কথা, চুলহীন নানা মুখ,
হার্ট ইমোজিতে মাফ হয়ে যায় যাবতীয় ভুলচুক।


শেষ কবে দেখা, হাতে হাত রেখে ফোনহীন একা,
সেসব খবর দুজনেই জানি, স্মৃতি হলদেটে ছেঁড়া,
মনকে কি আর অত ছুঁতে পারে ফরওয়ার্ড গল্পেরা?


আজ তাই চাই, ফিনিক্স পাখিটা ঝেড়ে ফেলে ছাই,
আবার উড়ুক আকাশে সাকিন লেখা তারাদের ভিড়ে,
চোখে চোখ রেখে প্রেম বলা দিনে চলো ফের যাই ফিরে।


তারাদের চলো খুঁজবো দুজনে দিনের আলোর গভীরে..


আর্যতীর্থ