।পিঁপড়ে।


জীবনে লাভের খোঁজে যত ফেলো ছিপ রে,
জন আলি হরিপদ সব জেনো পিঁপড়ে।
যেমন সে ঢিবি জুড়ে খেটে চলে কর্মী,
তেমনই চলেছে খেটে , দিন করে ছিবড়ে।


রাজা রাণী তোফা রন চুপ বসে সোফাতে,
বিনা শ্রম সবকিছু আসে মন লোভাতে
এ নিয়ম চালু আছে পিঁপড়ের নকলে,
ভালো সবকিছু ভেট দিতে হবে ওহাতে।


ভেট দাও নিংড়িয়ে ঘামে ভেজা রোজগার
কর্মীর কাজ দেওয়া রাজ-ভোজ রোজকার
কার পেটে দানা নেই কাজ-ক্ষয়া রাজ্যে,
রাজসভা রাখেননা স্বভাবত খোঁজ তার।


কর্মীর দাম নেই পিঁপড়ের সমাজে,
শুধু কাজ খেটে যাওয়া বিনা দাঁড়ি কমা যে
ওরা শুধু মুখহীন শুখা পরিসংখ্যান,
তাবত লাভের গুড় কোষাগারে জমা সে।


ঢিবি সামলাতে আছে পিপীলিকা সৈনিক
জং ধরা হাতিয়ারে লড়ে তারা দৈনিক
বিমানে লাগানো থাকে অচল প্রযুক্তি
আহা ওরা পিঁপড়ে যে, যা পাবে তাই নিক।


পিঁপড়ের পাখা ওঠে পাঁচসাল অন্তর
জনতা ভোলাতে আসে নানা ফুসমন্তর
এক রাজা চলে গিয়ে আর রাজা আসলেও
অবস্থা একই রাখে ভোট দেওয়া যন্তর।


তবু রাজা রাণী নিয়ে কত না নাচন তোর..


আর্যতীর্থ