। পোড়ার দাগ।

আগুন জেনেই হাত বাড়ালে
পুড়তে আবার ভয় কিসে হে,
জেতাহারার অংক লেখা
পোড়ার দাগের সব হিসেবে

কারোর কাছে মাধুকরী
কারোর কাছে মূল্যে কেনা
কোথায় আগুন কেমন গরম
দাহ্য ছাড়া কেউ জানেনা।

কিছু আগুন ছাই করে না
জীবন সেঁকে ধিকি ধিকি
আমরা আবার পোড়ারমুখে
সেসব নিয়ে পদ্য লিখি

আনকোরা কেউ আগুন ছুঁলে
ছ্যাঁকা খেয়েই চেঁচিয়ে মরে,
দাবানলে অভিজ্ঞ যে
বুঝবেনা তার গলার স্বরে

আমরা বড়ই সহজদাহ্য
পোড়াই সবার নিয়তি হে
ভস্ম হওয়া আটকাবেনা
গঙ্গানদী বইয়ে দিয়ে।

তাই বলে কি সবাই সেঁকে?
কিছু আগুন ধ্বংস খোঁজে
কোথায় শুকনো কাঠের গুদাম
দূরের থেকেই দিব্যি বোঝে

পুড়তে রাজী কিন্তু আমি
পোড়াবো না আমায় গোটা
কাউকে শেষে যাবো বলে
পোড়া দাগের এ গল্পটা।

আর্যতীর্থ