।পরীর রাণী।

যাওয়ার সময় জলদি এলো ,
থামলো সফর  চুয়ান্নতেই,
পরীর রাণীর মাটির কাছে
এর বেশি কি থাকতে নেই?

আকাশ জুড়ে অতীত কালে,
তারা ছিলো পুরুষ সবাই
বিউটি কোশেন্ট বাড়াক নারী
তার চে’বেশি আবার কি চাই।

পরীর রাণী ঝলসে দিলো
পুরুষালি আকাশটাকে,
পূর্ণিমা চাঁদ দেখতে পেলে
দেখে কি কেউ শুকতারাকে?

লক্ষ যুবক কিশোর মনে
হাওয়া হাওয়াই খোদাই হলো
তাকেই সবাই দেখতে ছোটে
তার নামে হয় হাউসফুলও।

ছায়াছবির কেন্দ্রে নারী,
তার আগে আর যায় কি ভাবা,
চালবাজে হয় ঢিসুমঢিসুম
চাঁদনী ছড়ায় রূপের আভা।

পঞ্চাশ ছুঁই যাদের বয়েস
রাণীর ছবি মনের ফ্রেমে
‘ ইংলিশ’ আর ‘ মম’ দেখে তো
নতুন করে পড়লো প্রেমে।

মিলিয়ে গেলো চুয়ান্নতেই
আকাশ থেকে খসলো তারা
মশাল জ্বেলে তার পথে যায়
প্রিয়াংকা আর দীপিকারা।

হাজার ফটো স্মৃতির স্ক্রিনে
পরীর রাণীর সাঙ্গ সফর,
পঞ্চাশছুঁই কিশোরযুবার
আষাঢ় নামে  বুকের ভেতর...

আর্যতীর্থ