। চশমা।


শুকনো ডাঙায় আছাড় খেলাম দেখলে যখন তির্যকে
কেমন করে ছুঁড়তে পারো অত চোখা তীর চোখে?
বাণ ফুঁড়ে যায় ঘুম উড়ে যায় কন্যা লো ওই চাউনিতে
বিনিকথায় ঠোঁট বেঁকিয়ে খুন করে যাও মৌনিতে।


হাসলে ওঠে  ঝিলিক ঠোঁটে চোখ ধাঁধিয়ে অন্ধপ্রায়
চোখ বুজলেও আমার এ মন তোমার আসার গন্ধ পায়
পড়লে আলো ঠিকরে জ্বলে ছোট্ট  হীরের কানের দুল
চুল জড়িয়ে ধন্য হলো সদ্য তোলা জুঁইয়ের ফুল।


একশো মেঘের বিজলি ঝটক গায়ের সাথে গা ছুঁলে
সামনে এসে বসলে পরে  বেবাক কথা যাই ভুলে।
আলো করে আমার আকাশ ভুরুর মাঝে লাল ও টিপ
রোজের কাজের ঝক্কি ঝড়ে তুমি আমার সবুজ দ্বীপ।


তুমি হেসে বলো রোজই এসব আমার পাগলামি
বাকি সবাই দেখে না তো যেমন দেখতে পাই আমি।
আমি বলি তফাৎ একটু আছে  বটে সাদামাটা
ওদের চোখে নেই তো আমার ভালোবাসার চশমা আঁটা।


আর্যতীর্থ