।  আড়ি ভাব।
আড়ি?না ভাব? কি আছে তোর কাছে?
কড়ে আঙুল? বুড়ো আঙুল?
দুটোই আমার আছে।
আড়ি ভাবের মধ্যে আছে মাঝের আঙুলগুলি
ফুড়ুৎ করে গেলি উড়ে যেমনি মুঠো খুলি
যা না উড়ে, কোথায় যাবি?
অন্য মনে কলকলাবি
ঠিক জানিতং,
এ মন ও মন সে মন ঘুরে
আসবি আবার ফিরতি উড়ে
এই হাতেতেই।
খুব মানিতং,
ফেরত আসা তোর হাতে নেই
পাত্র ভালো, পালটি ঘরে
মাইনে মোটা, চাকরি করে
তার মুঠিতে ডানা বাঁধা,
ঠাম্মা বলেন কৃষ্ণ রাধা, মানায় ভালো
ঠাম্মারা সব ঠিক বলে না,
অমন করে প্রেম চলে না, যে যাই বলো।
এই তো আমার বুড়ো আঙুল
তোর দিকে দেখ বাড়িয়ে দিলাম
দেখ না কেমন নিজের হৃদয়
নিজের পায়েই মাড়িয়ে দিলাম
কড়ে আঙুল পেলাম বলে। তুই বদলাবি না?
বদলাবি না আঙুলটা তোর,
বুড়ো আঙুল বাড়িয়ে দিয়ে একটু আমায় সামলাবি না?
আয় না চলে কৃষ্ণ ফেলে,
ঠাম্মাকে তোর মিথ্যা বলে, আমার কাছে;
সবকটা এই আঙুল আছে,
তোর আঙুলে শিকলি করে আটকে রাখার।
জীবনজুড়ে ভাব আড়িটা খেলতে থাকার
হ না সাথী।
চক্ষু বুজে বাড়িয়ে দিলাম গোটা হাতই.....
আর্যতীর্থ