। কুয়াশা।


অল্প কথার কুয়াশাতে কেমন যেন ঝাপসা দেখায় তোমার আমার মূহুর্তদের
মিস করছি খুব যে ওদের।
তোমার থেকে যাচ্ছে দেখা স্পষ্ট নাকি?
সেটা হবে কেমন করে,  দুজনই তো চারদেওয়ালের মধ্যে থাকি,
জানলা একই।
নানা কাজের ফাঁকফোকড়ে মূহুর্তরা সুযোগ খুঁজে পড়তো ঢুকে এইতো সেদিন
একটু খানি চোখ তাকিয়ে আলতো হাতের ছোঁয়া পেয়ে কালোসাদা ছকের মাঝে ফলতো রঙীন
কোথায় হঠাৎ গেলো তারা?
মূহুর্তরা বিন ঠিকানায় পথ হারিয়ে আচমকা হয় বাস্তুহারা।
আবার ফিরে চাইছি ওদের।
ডাকছি আবার,  অভিমানী, কেন চলে গেছিস জানি,
আয় ফিরে আয়, আর হবে না কষ্ট তোদের।
রোজনামচার কাজের নাটক জানি ওরাই করলো আটক,
ফাটক ভরে বন্দী করে তোমার সময় আমার সময়
কাজের ওপর কাজ যে জমে কথা ক্রমেই আসছে কমে, ফুরিয়ে না যায়..
এমন জীবন চাইনি মোটে কথারা সব হাপিস ঠোঁটে
বিচ্ছিরি এ
চলো এবার দুজন মিলে মিটিয়ে ফেলি কুয়াশাটা কথা দিয়ে।


আর্যতীর্থ