। তোমায় চাই।

তোমায় চাই।
ঘুম ভাঙানো চায়ের কাপে বিকেলবেলার কফি শপে, তোমায় চাই।
নিত্যদিনের বাসের ভিড়ে, ঘেমেনেয়ে চ্যাপ্টা চিঁড়ে
লেডিস সিটে বসলে কিনা দেখতে সেটা তাও তাকাই।
তোমায় চাই।
তোমার মোবাইল নট রিচেবল, চিন্তা ছাড়ায় শ' ডেসিবেল
হোয়াটস অ্যাপে একটি টিকে কেমন যেন পেগলে যাই।
বন্ধু বলেন সামলে চলিস, আমার তবু তোমায় চাই।
তোমায় চাই।
তোমায় চাই  ঘুম থেকে তোলা চেনা রিংটোনে
তোমায় চাই  নেটওয়ার্ক পেয়ে খবর জানাতে প্রথম ফোনে
তোমায় চাই হুট করে কাটা সিনেমা টিকিটে
তোমায় চাই বর্ষাদুপুরে, সার্সিতে নানা আলপনা আঁকে বৃষ্টির ছিটে,
তোমায় চাই পাড়ার বাজারে খুঁজে কিনে আনা প্রিয় সবজিতে
তোমায় চাই অকারণ ফোনে বাজে অজুহাতে
রোজ খোঁজ নিতে.....
মোদ্দা কথাটা বোঝাবো কিভাবে, সব বলে দিলে ক্লিশে শোনাবে
জীবনের নানা অদলবদলে ঘুরেফিরে শুধু এককথাই,
তোমায় চাই।
কথাটা বোধহয় সক্কলে জানে, চিরপরিচিত সুমনের গানে,
হয়তো ভাববে আমার আর্জি চেনা সে গানের নয়া ধরতাই,
কে জানে এটা হয়তো তাই,
পুরোনো কথাটা নতুন মোড়কে আনছে সেকেলে বার্তাটাই,
তোমায় চাই।

আর্যতীর্থ