। পরকীয়া।


পাগলি রে তুই বাসলি ভালো  আমায় এমনি করে
আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি চুলের বেনীর মত
শিকলবাঁধা মনটা আমার হাউই হয়ে ওড়ে
পাগলি রে তুই দিলি আমায় মধুর হৃদয় ক্ষত।
মনবেসাতির বড় খ্যাঁচকল একটা মনই কিনতে পারে
অন্য মনের সওদা করে ফুটো কড়ি জুটবে না
পাগলি রে তোর প্রেমপীরিতি খ্যাপা মনই চিনতে পারে
প্রেমসাগরে থই পাবো কি আঁজলাতে জল উঠবে না।
পাগলি রে তোর বড্ড দেরী এ নাও বাঁধা আর ঘাটে
নায়ের মাঝি খোঁটায় বেঁধে পালিয়ে গেছে অচিনপুর
ছলাৎ ছলাত জলের শব্দে ধাক্কা খেয়ে দিন কাটে
মনবেসাতির সওদাগরে মন নিয়েছে অনেকদূর।
এ মন এখন কাঙাল রে সই বাঁধা নিয়ম শিকলিতে
সিঁদ কেটে কি করবি চুরি ঘরে আমার মানিক কই
মনসওদাগর ভুলেই গেছে ভাবের ঘরে শিক দিতে
দোষ যদি তার কিছু থাকে আমারও তো খানিক সই।
পাগলি রে তোর ভালবাসা কেন ঢালিস ফুটো থালায়
মন নিয়েছে অনেক আগেই মন বেসাতির সওদাগরে
পাগল করা পীরিত মেখে জ্বলছি এখন প্রেমজ্বালায়
মন জুড়ানোর প্রেমের কড়ি একটিও তো নেই ঘরে।
ও পাগলি তুই দূরে পালা, আমার কাছে আসিস না
তোর ভালোবাসার জ্বালায় জ্বলে আগুন খালি বুকের খাঁচায়
এই খোঁটায় বাঁধা ভাঙা নাওয়ে প্রেমসাগরে ভাসিস না
তোর ভালোবাসা মরে গিয়ে এখন যদি আমায় বাঁচায়।
আর্যতীর্থ