। বিরহী।


তোর বিহনে একলা ছাদে নষ্ট হলো চাঁদ
তুই না এলে আকাশভর্তি জ্যোস্নাটা বরবাদ।
লক্ষ তারা জ্বলে নেভে তুই আসবি এই আশায়
কেমন করে ঠোকর মারিস এমন ভালবাসায়?


পাঁচিল থেকে হাস্নুহানা খোঁজ করে যায় রোজ
বুক ভরে তার গন্ধ নেওয়ার মেয়েটাই যে নিঁখোজ!
সন্ধ্যাতারার ঝিলিক এখন কেমন যেন ম্লান
আয় না আবার করি রাতের শিশির দিয়ে স্নান।


অনেকগুলো চাঁদ পেরোলো রাতের ছাদে একা
হৃদয় ফুঁড়ে এটাও জানি আর হবে না দেখা।
তবুও বেড়াই রাতের ছাদে যেমনটি অভ্যেস
হাওয়া দিলে চমকে খুঁজি আঁধাররঙা কেশ।


একলা আমায় গেলি ফেলে কি ভেবে কে জানে
তুই নেই তাই হারিয়ে গেছে চন্দ্রকলার মানে।
রাতের আকাশ আমার দিকে করে না দৃকপাত
শিশিরে নয়,  চোখের জলে ভিজছে রাতের ছাদ।


আর্যতীর্থ