। অবিশ্বাসী।
(নীরার প্রেমিক, তোমার অনুসরণে..)

গুলিয়ে যাচ্ছে গুলিয়ে যাচ্ছে
কেমন যেন কান্না পাচ্ছে
এগোচ্ছি কি আলোর দিকে
নাকি সময় ক্রমে পিছাচ্ছে?

কি ছিলো ভুল, কি ছিলো ভুল
ধ্বস্ত কেন কাবুল মসুল
ঢাকায় কেন রক্ত ঝরে
বুলেটবিদ্ধ ইস্তানবুল?

আল্লাহ রহিম, খোদাতালা
তোমার নামে বুলেটমালা
আর কত কাল সইবে বলো
বান্দা তোমার ধর্মজ্বালা?

তোমার নামে মানুষ কাটে
তোমার নামে বোমা ফাটে
তোমার নামে লাশ জমেছে
কবরখানায় শ্মশানঘাটে।

রোজ দুবেলা রক্তে ভাসি
বোমার গন্ধ বারোমাসই
মালিক করো মেহেরবানি
আমায় করো অবিশ্বাসী।

আর্যতীর্থ