। ভুল তারিখ।

সময়, তুৃমি  ভারী বেয়াক্কেলে, ধর্ম সমাজ সব করো ছারখার,
কিছু ব্যাপার এবার বুঝে নাও, কারণ তোমার বোঝাটা দরকার।
মানুষ নামক এই যে প্রজাতিটি, ধরতে গেলে ডাইনোসোরের মত,
সুযোগ পেলেই ভাইয়ের রক্ত খায়, ওসব নাকি ধর্মতে সঙ্গত।
সময়, তুমি ডাইনো তো দেখেছো, ওদেরও কি ধর্ম ছিলো নাকি?
দুম করে যে হঠাৎ হাপিস হলো, ধর্ম নিয়ে লড়াই ছিলো তা কি?
সময় তুমি ভবিষ্যৎ কি জানো? ঠিক কিভাবে মানুষ উধাও হবে?
আন্দাজে তা এখন বুঝে গেছি, বরং বলো কোথায় এবং কবে।
ধর্মে এখন মানুষ কেটে ফালা, খণ্ড চেনায় বাদী বিসংবাদী,
ভগবান বা খোদাতালাই বলো, ধর্ম থেকে ধরতে গেলে বাদই।
যা হোক এসব বাজে বকছি জানি, মায়ের কাছে মাসীর গপপো যেন
তুমি হয়তো ভাবছো অবাক হয়ে, আজকে হঠাৎ বকছি তোমায় কেন।
বকবো না তো পুজো করবো তোমায়? আক্কেলটা কোথায় তোমার রাখো?
ঈদ আর রথ এক তারিখে ফেলে, পাগল ডেকে নাড়াতে চাও সাঁকো?
কোন অতীতে কবির বাণী ছিলো, একই বৃন্তে দুটো নাকি ফুল
তুমিও সেই সেকেলে কথা ভেবে, করছো এমন এক তারিখের ভুল?
ও মহাকাল! এখন আঁধার যুগ, তোমার থেকে কে আর ভালো জানে?
ধর্ম এখন কালাশনিকভ খোঁজে, বোমা বাঁধার মন্ত্রণা দেয় কানে।
বোকামিটা করেছো খুব বাপু, তোমায় কিন্তু বাঁচিয়ে দিলো চাঁদই
বজরঙ্গী হয় উঠতো খেপে, মাথা কাটতে নয় ছুটতো জেহাদী।
সময় তুৃমি সাবধানে খুব থেকো, মানুষ এখন নরমাংসপ্রিয়
উৎসবে তো লোক মারা যায় খুব, তারিখটা তাই সামলেসুমলে দিও।

আর্যতীর্থ