। পরীক্ষা।

জীবনখাতায় এক একটা দিন একশোতে বেশ মেলে আশি
একেকটা দিন প্রশ্ন কঠিন ভাগ্য ভালো করলে পাশই।
নতুন নতুন পরীক্ষা রোজ নিচ্ছে জীবন
আছে নাকি কারো কাছে তার সাজেশন
একেকটা দিন দেয় কাঁদিয়ে একেকটা দিন প্রবল হাসি
খামখেয়ালি বলেই বোধহয় জীবন এত ভালোবাসি।

রোজ সকালে তোমার আমার হাতে থাকে সাদাপাতা
কঠিন প্রশ্নে থই না পেলে আন্দাজে দিই লিখে যাতা
অনেক সময় তুরন্ত জবাব ঠোঁটের ডগায়
কিছু আবার বেশ বেয়ারা,  বড্ড ভোগায়
ঠিক ভেবে যে জবাব লিখি অনেকসময় মেলেনা তা
হুড়মুড়িয়ে লিখি তবু কখন যে টান দেবে খাতা।

পরীক্ষাটার কঠিন নিয়ম, যাবে না হে বাংক করা
হাজিরাটি দিতেই হবে একশত ভাগ শতকরা
কিছুটা ফল  গরম গরম পাবে হাতে
ছড়িয়ে কিছু থাকবে গোটা জীবনটাতে
প্রশ্ন কিছু চমকে দেবেই  মুখস্থ থাক যতই পড়া
ফাঁকি  দিলেই ভাবীকালের হাতেনাতে পড়বে ধরা।

কমন কিছুই পড়বে না হে সারাজীবন কোনদিনও
নিজের যত ঠিক আর ভুল কষ্ট করে নিজেই চিনো
গোল্লা যদি আজকে পেলে কপালফেরে
দোহাই তোমার উঠো না তাও আসন ছেড়ে
একটিদিনের ঠিক জবাবে রাজার গদি পেতে পারে ভাগ্যহীনও
লালকালিতে রিপোর্ট পেলে ধৈর্য ধরে একটু আরো সময় কিনো।

আর্যতীর্থ