। ফ্লিপকার্ট।

জানি জানি এটা অতি আধুনিক কাল
কবিতা এখানে লাস্ট বেঞ্চের ছেলে
দোকানে গিয়ে হয়তো বুঝেছো সেটা
কবিতার বই কত সস্তাতে মেলে।
এখন তো সব এক বোতামের যুগ
মোবাইল অ্যাপে হুকুম করলে হলো
প্রদীপের জিন হাজির করবে যা চাই
কবিরা এবার অ্যাপট্যাপ কিছু খোলো।
হোক না এবার কবিতার ফ্লিপকার্ট
প্রথম লাইনটা দাম সহ থাক লেখা
ক্রেডিট কার্ডে সঠিক মূল্য দিলে
পেয়ে যাবে তার পঠনসত্ত্ব একা।
বিষয় বুঝিয়ে অর্ডারও দিতে পারো
সামান্য কিছু অ্যাডভান্স দিতে হবে
ই মেল মিলিয়ে ডেলিভারি চলে যাবে
শুধু বলে দেবে কখন এবং কবে।
পছন্দসই না হলে মূল্যফেরত?
সে সুযোগ কিন্তু যথেষ্ট সীমিত
কবিতারা তো অন্তর্বাসের মতই
পড়ে ফেললেই হয়ে গেল ব্যবহৃত।
ও এল এক্সেরও একটা সাইট থাক
পুরোনো পদ্য বেচেটেচে দেওয়া যাবে
নামী কবিদের দামী সব  কবিতা
সস্তায় নিতে পাঠক হুমড়ি খাবে।
কফির দোকানে জোরদার আড্ডা
' জানিস একটা শ্রীজাত কিনেছি আমি!
অমুকদিনের বিশ শতাংশ ছাড়ে
পেয়ে গেছি দুটো ভালো জয় গোস্বামী!'
তোমাকে দেখলে যে সব কবিতা আসে
হাসলে এখনো বান ডাকে কলজেতে
সেসব কিন্তু সাইটে দেবো না আমি
জন্ম লেগেছে তোমার কবিতা পেতে।

আর্যতীর্থ