। আগের তুই।

তোরই মত দেখতে তাকে
আমার এ মন তার ঠিকানা
দিনের বেলা জুঁই হত সে
রাতের বেলায় হাস্নুহানা।

সেই মেয়েটা হারিয়ে গেছে
তার খোলসে অন্য কেউ
রংমাখা এই মূর্তি দেখে
মনসাগরে কই সে ঢেউ?

মূর্তি ঘিরে ফুর্তি করিস
প্রাণটা কোথায় ফেললি সই?
মুখে যে রং মাখলি এত
মন রাঙানোর রংটা কই?

আতর মাখিস অঙ্গ ছেয়ে
প্রাণের সুবাস কই তাতে
মনে কেন গান ভাসে না
গোলাপ যখন নিস হাতে।

দুচোখ মেলে দেখিস যখন
দৃষ্টি কি আর মন-গভীর?
অমন করে গদ্য সাজে
মন পেতে চাস কোন কবির?

রংএর প্রলেপ দে মুছে দে
স্নান করে আয় এলোচুলে
প্রথম যেমন দেখেছিলি
তেমনি ডাগর দুচোখ তুলে।

ও মেয়ে তোর দুখানা চোখ
আয়না মনের হোক না আবার
সাজানো রং দে মিটিয়ে
এত কি আর আছে ভাবার?

যে মেয়েটা হারিয়ে গেছে
বাহিরসাজের নিশির ডাকে
ও সই তোর ভেতর থেকে
নে ডেকে নে সেই মেয়েটাকে।

অপেক্ষাতে কাটাচ্ছি দিন
আসবি কবে আমায় জানা
যে মেয়েটা সকালে জুঁই
রাতের বেলা হাস্নুহানা।
আর্যতীর্থ