।   গল্পকথা।

গল্প টল্প তৈরী ছিল, গল্প বলার জায়গাটাও
মক্সো করে শিখেছিলাম গল্প বলার কায়দাটাও
বসে আছি, বসেই আছি আসবে কখন শোনার লোক,
নানান কাজের ফুরসতে তো একটু কারো সময় হোক,
কেউ আসে না....
কেউ আসে না,  কেউ ভাসে না গল্পকথার কল্পজলে
বিনি কাজের বাজে কথা এখন লোকে অল্প বলে
যুগ পড়েছে বেজায় কড়া, গল্প শোনার সময় নেই
পেটের ভাতের চিন্তা শুধু,  গল্প হজম হয় তাতেই,
শুনবে কে আর.....
শুনবে কে আর গল্প বেকার পয়সা বড় দরকারি
গল্প তো সব ভালোই শোনায় বেবাক চ্যানেল সরকারী,
অর্থনীতি বলছে রোজই মুদ্রাস্ফীতি ভীষন কম,
হায়রে কাকা, পকেট ফাঁকা বোঝার বাইরে এ নিয়ম,
গল্প রোজই শুনি.....
গল্প রোজই শুনি স্বপ্ন বুনি থাকবে কিছু পয়সা হাতে
বিধির কৃপায় দেশের মানুষ থাকবে সুখে দুধেভাতে
দুধেভাতেই আমরা খুশী, চাই না গজা মালপোটা
নেতা শোনান নিয়ম করে পোলাও দেবার গল্পটা
সেসব বৃথা আশা....
সেসব বৃথা আশা খই বাতাসা সরকারে দেয় হরির লুট
ওসব খেয়েই ভরাচ্ছি পেট, পোলাও ভেবে মারছি ছুট।
সব নেতারাই দেশের সেবক সুখ দেখাবার গল্প জানে
উন্নয়নের আকাশকুসুম গল্প আসে লোকের কানে
তাই মাঠেই মারা......
তাই মাঠেই মারা গল্প যারা আমার মতন বলে
রোজের কাজে সবাই ঢপের গল্প শুনে চলে।
আমার এসব গল্পে তাদের বয়েই গেছে ভারি
আমিও গেলাম শ্রোতার দলে গুটিয়ে পাততাড়ি।
আর্যতীর্থ