। প্রেমশত্তুর।

আজকে আসুক বাড়ির ভিতর রোদ
জানলাগুলোর কপাট খুলে দে
চুলোয় দে তোর ণত্ব সত্ব বোধ
নিয়মঘরের শিকল তুলে দে।

মোবাইলটা তোর থাকুক না নির্বাক
তোর সাথে আজ থাকবো শুধু আমি
সেলফি তোলার স্বভাবটা তোর রাখ
একলা হওয়ার জমুক না পাগলামি।

খুব করেছিস একলা থাকার ছল
একলা এখন কেউ থাকে কি আর?
প্রোফাইল পিকে লাইক কটা বল
সময়, এখন বল না রে তুই কার?

তোর দশ আঙুলে দশ শত্তুর আমার
ঢুকছে কিছু ঘাড় নিচু ওই কানে?
চোখের সাথে চোখ মেলানো ভার
ফেসবুক কি প্রেম করতে জানে?

মোবাইলটাকে জোর করে দে ছুটি
আয় খেলি আজ নিয়ম ভাঙার খেল
আদরসোহাগ আসুক গুটি গুটি
বুকের মাঝে চলুক তুফান মেল।

প্রেমশত্তুর আজকে নিপাত যাক
ঠোঁটের সাথে মিশেল দেবো ঠোঁটে
ফেসবুকটা হিংসেতে হোক খাক
দুজনের এই  প্রেমের গোল্লাছুটে।

আর্যতীর্থ