। আমার জন্যে।

হত্যার দায় মাথা পেতে নিয়ে বৃষ্টি কেঁদেছে উপজ্ঝন্নে
অচেনা কিশোর, শহরের বুকে তুমি মারা গেলে আমার জন্যে।
আমি তো দেখেছি ত্রিফলা আলোতে ফণাউদ্যত বিজলির তার
আহা ছোবল মারেনি কখনো কাউকে, তাই আছি সুখে নির্বিকার।
সহনশীলতা ক্রমে বেড়ে গেছে,  নাগরিকবোধ নেমেছে শূন্যে
অচেনা কিশোর, ল্যাম্পপোস্ট ছুঁয়ে মৃত্যুকে পেলে আমার জন্যে।
এ শহরের বুকে জমা জলে বিষ, মারণব্যাধির লার্ভা বেড়েছে
মশার কামড়ে যমদূত বসে, অচেনা বালিকা, তোমায় মেরেছে।
শোকে শংকায় দিশেহারা সব, জীবনের দাম ক্রমশ কমছে,
আমার ঘরের আনাচে কানাচে চোরা জল তাও
দিব্যি জমছে।
আমার আবার দায় কেন হবে, কর্পোরেশন হোক গে হন্যে
অচেনা বালিকা, আধুনিক যুগে ডেঙ্গিতে মরো আমার জন্যে।
রোজকার কাজে নিজের স্বার্থ দেখতে করছি সময় জবাই
ভুলভাল দেখে বিরক্তমুখে গা ঝেড়ে ফেলি আমরা সবাই।
অঘটন যদি ঘটে যায় কিছু, চিৎকারে থাকি অগ্রগণ্যে
কে জানে কজন খুন হয় রোজ শহরের বুকে আমার জন্যে।

আর্যতীর্থ